স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৩ এর পরে প্রকাশিত হলো জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এই জনবল কাঠামোতে থাকছে নতুন নতুন তথ্য ও কোন প্রতিষ্ঠান স্থাপনা, নিয়োগনীতি, শিক্ষকদের বেতন স্কেল, শাখা খোলার নিয়ম কানুন, পদ সমন্বয় এর নিয়ম, ইত্যাদি। মাদ্রাসার সহকারী মৌলভীদের জন্য থাকছে সু-খবর এবং মাদ্রাসার এবতেদায়ী প্রধানদের জন্য থাকছে সু-খবর।
নবসৃষ্ট পদ সৃষ্টি
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে কিছু পদ সৃষ্টি করা হয়েছে। স্কুল এর জন্য কিছু মাদ্রাসার জন্য কিছু এবং কলেজের জন্য কিছু যা নিয়োগের পরিপত্রের উল্লেখিত অর্থবছর অনুযায়ী নিয়োগ দিতে পারবেন এনটিআরসিএ মাধ্যমে চাহিদা প্রদান করতে হবে কিছু পদে এবং কিছু পদে কমিটি নিয়োগ দিবেন। তাছাড়া অধ্যক্ষ নিয়োগেও রয়েছে কিছু পরিবর্তন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮
দেখতে এখানে ক্লিক করুন
Table of Contents