MPO EFT

MPO শিক্ষকদের EFT আবেদন শুরু 2021

MPO শিক্ষকদের EFT আবেদন শুরু 2021: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে তথ্য হালনাগাদ করণ শুরু হয়েছে শিক্ষক কর্মচারীগণের এমপিওর অর্থ ব্যাংক একাউন্টের মাধ্যমে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধান কে অনলাইনে EMIS সফটওয়্যারে প্রতিষ্ঠান এমপিও ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে Login করে এমপিও মডিউলে EFT Information Update তথ্য হালনাগাদ মেনুতে প্রবেশ করে এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীর তথ্য আগামী ১১-০২-২০২১ হতে ২২-০২-২০২১ তারিখের মধ্যে হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
উল্লেখ্য সঠিক তথ্য না থাকলে EFT এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

EFT ফরম পূরণ করতে যেসব তথ্য প্রদান করতে হবেঃ
১. ইনডেক্স নম্বর, ২. পেমেন্ট/বেতন স্ট্যাটাস, ৩. শিক্ষক/কর্মচারীর স্ট্যাটাস, ৪. নাম (ইংরেজিতে), ৫. নাম (বাংলায়) ৬. পিতার নাম (ইংরেজিতে), ৭. মাতার নাম (ইংরেজিতে), ৮. জাতীয় পরিচয়পত্র নম্বর (শুধুমাত্র ১০ বা ১৭ ডিজিট), ৯. জন্মতারিখ, ১০. লিঙ্গ, ১১. ধর্ম, ১২. নিজ জেলা ১৩. পদবি, ১৪. পদবির ধরণ, ১৫. নিয়োগের বিষয়, ১৬. বেতন কোড/গ্রেড, ১৭. বর্তমান বেতনের ধাপ (মূল বেতন), ১৮. মোবাইল নম্বর, ১৯. ই-মেইল, ২০. এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ, ২১. প্রথম এমপিও ভুক্তির তারিখ, ২২. বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ, ২৩. বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিও ভুক্তির তারিখ, ২৪. প্রথম উচ্চতর গ্রেড/টাইমস্কেল প্রাপ্তির তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে), ২৫. দ্বিতীয় উচ্চতর গ্রেড/টাইম স্কেল প্রাপ্তির তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে), ২৬. সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির তারিখ (কলেজের ক্ষেত্রে), ২৭. বিএড স্কেল প্রাপ্তির তারিখ (স্কুলের ক্ষেত্রে), ২৮. ব্যাংকের নাম, ২৯. ব্যাংক শাখার নাম, ৩০. রাউটিং নম্বর, ৩১. ব্যাংক হিসাবের নাম, ৩২. ব্যাংক হিসাবের নম্বর।

বিস্তারিত নিম্নে প্রিন্ট করার সুবিধার জন্য JPEG ও pdf ফরমেটে দেওয়া হলোঃ

EFT-Form
pdf ফরমেটে নিতে ক্লিক করুন

Leave a Comment

Scroll to Top